নাসিম রুমি: সদ্য নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এর শুটিং শুরু করেছেন। ইতিমধ্যেই সোশ্যালে সিনেমাটির শুটিং দৃশ্য ফাঁস। এসবের মধ্যেই ‘ড্যাপার’ লুকে এক জুয়েলারি সংস্থার নতুন শোরুম উদ্বোধনের জন্য মুম্বাই থেকে উড়ে গিয়েছিলেন রণবীর কাপুর। সেই অনুষ্ঠানেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা।
রণবীর যখন মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালেকর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত তখন নিচে পাপারাজ্জিরা যে যার মতো সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য হুড়োহুড়ি করছিলেন। তাদের মধ্যেই কেউ একজন অশ্লীল ভাষায় নোংরা গালিগালাজ শুরু করেন। সেসব কানে যেতেই হতবাক হয়ে যান রণবীর কাপুর।
তৎক্ষণাৎ মঞ্চ থেকে বলেন, আরে আপনারা নিজেদের মধ্যে কেন খামোখা ঝগড়া করছেন? এ সময়ে তিনি খুব রেগে গিয়ে মেজাজ হারান। তাকে বেশ উত্তজিতও দেখা যায়।
পাপারাজ্জিদের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ বিরক্তি প্রকাশ করেন। কারও মন্তব্য, ‘একজন সুপারস্টারের সামনে এটা কী ধরণের ভাষা?’ কেউ বলছেন, ‘প্রচণ্ড বিরক্তিকর!’ সবমিলিয়ে ওই অনুষ্ঠানের ভিডিও বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। সেখানেই মঞ্চ থেকে নামার সময়ে পা পিছলে যায় অভিনেতার। তবে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যান রণবীর কাপুর।