কোপা আমেরিকার এবারের আসরে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মারাকানা স্টেডিয়ামে ফাইনালে খেলবে দুই দল। এ নিয়ে রীতিমতো অনলাইন যুদ্ধ শুরু হয়েছে। ভক্তরা নিজেদের দলের হয়ে সাফাই গাওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে আক্রমণ করছেন নানাভাবে।বরাবরের মতো এবারও শোবিজ তারকাদের মাঝে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রিয় দলের প্রতি শুভ কামনা জানিয়েছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে দারুণ এক্সসাইটেড তিনি। জানতে চাইলে এমনটাই বলেন অপু বিশ্বাস।
ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আমার বিশ্বাস এবার ব্রাজিল শিরোপা জিতবে। ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে আমি অনেক বেশি এক্সসাইটেড। কারণ নেইমারকে আমি অনেক বেশি পছন্দ করি। সবাই বেশি করে দোয়া করবেন, যাতে ব্রাজিল শিরোপা জিততে পারে।’
১০ নম্বর জার্সি পরেই খেলা দেখবেন অপু বিশ্বাস। নিজের এবং ছেলে জয়ের জন্য ব্রাজিল জার্সি কিনেছেন তিনি। নেইমার তার প্রিয় খেলোয়াড়। তাই অপু ১০ নম্বর জার্সিটিই বেছে নিয়েছেন। পুরনো স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, ‘এক সময় রাত জেগে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা দেখতাম। রাতভর হইহই আনন্দ করে কেটে যেত। সেই দিনগুলো মিস করব। কিন্তু খেলা মিস করব না।’