নাসিম রুমি: ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। দর্শক প্রশংসার পাশাপাশি ব্যবসা সফলতাও লাভ করে ছবিটি। তবে এরপর দীর্ঘ দেড় বছর পর্দায় নেই নিশো। নতুন কোনো সিনেমার খবরও দেননি। তবে এবার দেড় বছরেরও বেশি সময় পর ফিরছেন তিনি। নতুন সিনেমা ‘দাগী’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ক’দিন আগেই এর ঘোষণা এসেছে।
আসছে রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। এটি নির্মাণ করছেন নির্মাতা শিহাব শাহীন। নতুন খবর হলো, আজ থেকে শুটিং ফ্লোরে গড়াচ্ছে ‘দাগী’। নীলফামারীতে শুরু হচ্ছে এর শুটিং। জানা গেছে, নীলফামারীতে ক্যামেরা ওপেন হচ্ছে সিনেমাটির। এরপর রাজশাহী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে এর শুটিং হবে।
সিনেমাটির ৯০ ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। এরপর শেষদিকে বাকি অংশের দৃশ্যায়ন হবে ঢাকাতে। নিশো বলেন, খুব এক্সাইটেড আমরা ‘দাগী’র শুটিং নিয়ে। পূর্ণ প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নামছি আমরা। আশা করছি খুব ভালো কিছু হবে।