English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
- Advertisement -

নির্মাণে ফিরলেন আজিজুল হাকিম

- Advertisements -

নাসিম রুমি: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। নির্মাণেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। পরিচালনা করেছেন অনেক নাটক। তবে মাঝে দীর্ঘদিন পরিচালনায় দেখা যায়নি তাকে। এবার জিনাত হাকিমের লেখা ‘তুমি আমি ও সে’ টেলিছবির মধ্যদিয়ে নির্মাণে ফিরেছেন গুণী এই অভিনেতা।

আগামী মাসের প্রথম সপ্তাহে আরটিভিতে প্রকাশ পাবে টেলিফিল্মটি। গল্পে দেখা যাবে, নিরু নামের একটি মেয়ে স্বপ্নের পথ ধরে এগিয়ে যেতে চায়। সব ঠিক থাকলেও আকস্মিক ঝড়ে মসৃণ পথ হয়ে ওঠে অচেনা। আমেরিকা প্রবাসী ধনী পাত্র কায়সারের সঙ্গে বিয়ের প্রস্তাবে সম্মতি চায় পরিবার।

সমাজের শৃঙ্খলকে পাশ কাটিয়ে যেতে মানসিক শক্তির দরকার। হবু বর কায়সার ও প্রেমিক রাফির মাঝে একজনকে জীবনসঙ্গী করতে গিয়ে নিরুর নিজের সঙ্গে হিসেব কষতে হয়। আপনজনরা তাদের মতামত চাপিয়ে নিরুকে যেন এক গুমোট পরিবেশে আবদ্ধ করতে চায়। এভাবেই এগিয়ে যায় গল্প। লেমন স্টুডিও প্রেজেন্টস টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক অলিভ আহমেদ। এতে অভিনয় করেছেন- মুস্তাফা কলি, চাঁদনী, আব্দুন নুর সজল, মুনিরা মেমী, সমাপ্তি মাশুক, দীপা খন্দকার প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন