English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

‘নিজে যখন বাবা-মা হবি তখন বুঝবি’, জন্মদিনে মেয়েকে বললেন জিৎ

- Advertisements -

নাসিম রুমি: বারো বছর পূর্ণ হল ওপার বাংলার নায়ক জিৎ কন্যা নবন্যার। ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) এমনই একটি তারিখে জিৎ ও তার স্ত্রী মোহনার কোলে আবির্ভাব এই তারকা সন্তানের।

সদ্যই একমাত্র মেয়ের নানা মুহূর্ত একটি ভিডিওতে ভাগ করে নেন জিৎ। তাতে দেখা যায়, কখনও বাড়িতে সে খুনশুটি করছে, কখনও বা বাবার সঙ্গে আদুরে ফটোশ্যুটে ব্যস্ত। কখনও মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, কখনও আবার ভাইকে কোলে নিয়ে আদর করছে নবন্যা।

এই ভিডিও ভাগ করে জিৎ লিখেছেন, ‘নিজে যখন বাবা-মা হবি, তখন বুঝবি। আমরা সকলেই আমাদের বাবা-মায়ের থেকে এই কথাটা কখনও না কখনও শুনেছি। ২০১২ সালের ১২ ডিসেম্বর, তুই আমাদের জীবনে আসার পরে এই কথার সঠিক অর্থ আমি বুঝতে শিখি। স্বার্থহীন ভালোবাসা সত্যিই কোনও ম্যাজিকের থেকে কম কিছু নয়। সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব। আমি খুব আনন্দিত তুই আমাদের জীবনে আছিস। আমার মা-বাবাকেও অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। সোনালি জন্মদিনের অনেক শুভেচ্ছা নবন্যাকে।’

মেয়ের থেকে অনেক কিছু শিখছেন বলেও জানান জিৎ। ‘জেন জি’ ও ‘আলফা’ প্রজন্মের ভাষাও শিখছেন তারকা। অভিনেতার কথায়, ‘বিষয়টা দ্রুত শেখা একটু কঠিন। তবে আমি প্রতিজ্ঞা করছি, আমি চেষ্টা করে যাব।’

ছবির প্রচার ছাড়া কখনও প্রকাশ্যে আসতে দেখা যায় না জিত কন্যাকে। তবে তিনি যে আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ তার প্রমাণ একাধিক বার পেয়েছে অনুরাগীরা। সামাজিক মাধ্যমজুড়ে ছবি ও কাজ সংক্রান্ত পোস্ট, বাকিটা পরিবারের জন্য। তাই মেয়ের জন্মদিনেও একেবারে ঘরের ছবি তুলে ধরলেন টালিউড তারকা জিৎ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন