বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা মানেই ব্যতিক্রমী কিছু। নিজের প্রতিটি সিনেমায় আলাদা আলাদা বিশেষত্বের ছাপ রাখেন এই অভিনেতা। ব্যতিক্রমী গল্প বাছাইয়ে তাঁর জুড়ি নেই। তাইতো স্বল্প সময়েই দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন অভিনেতা।
তবে সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না এই অভিনেতার। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর। ভিন্ন ভিন্ন গল্পের মোড়কে তৈরি হলেও সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারেনি। এ জন্য খোদ দর্শকদের ও ভারতের সংস্কৃতিকেই দুষছেন অভিনেতা।
২০২১ সালে আয়ুষ্মান খুরানার ‘চণ্ডীগড় কারে আশিকি’ সিনেমাটি গল্পের কারণে ব্যর্থ হয়েছে বলে মনে করেন অভিনেতা। সমকামী সম্প্রদায় সম্পর্কে সচেতনতা তৈরি করতে নির্মাণ করা হয়েছিল সিনেমাটি। তবে বক্স অফিসের ক্ষেত্রে সিনেমাটি খারাপ ব্যবসা করেছে। অভিনেতা ব্যক্তিগতভাবে মনে করেন যে সিনেমাটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করেননি। এর পরের দুটি সিনেমাও বক্স অফিসে ভালো করতে পারেনি অভিনেতার।
এই বিষয়ে কথা বলতে গিয়ে আয়ুষ্মান একটি নিউজ পোর্টালকে বলেছেন, তাঁর চলচ্চিত্রগুলো সামগ্রিকভাবে বাইরে ভালো ব্যবসা করেছে। কিন্তু যেহেতু ভারত সমকামীবিদ্বেষী একটি দেশ, তাই ‘চণ্ডীগড় কারে আশিকি’র মতো চলচ্চিত্র ব্যাবসায়িকভাবে ভালো করতে পারেনি। তিনি আরো বলেছেন, ‘অনেক’-এর মতো একটি ডকু ড্রামা সিনেমাও ব্যবসা করতে পারেনি, যা হতাশাজনক। ‘ডক্টর জি’ একটি এ-রেটেড সিনেমা ছিল এবং এটি যে ধরনের সার্টিফিকেশন পেয়েছিল, প্রেক্ষাগৃহে বেশ ভালো ব্যবসা করার কথা। তবে এটিও তেমন ব্যবসা করতে পারেনি। তবে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এগুলো তাঁর জন্য বেশ শিক্ষামূলক ছিল বলেও জানান অভিনেতা।
বক্স অফিসের আয় তাঁকে প্রভাবিত করেছে কি না জিজ্ঞাসা করা হলে অভিনেতা বলেন, তিনি নিজের পছন্দে অটল থাকবেন এবং কোনো কিছুই তাঁকে ঝুঁকি নেওয়া থেকে বিরত রাখতে পারবে না। তিনি বলেছেন, ‘যদি ঝুঁকি নেওয়া বন্ধ করি, তবে অন্যদের মতো একই ধারায় থাকতে হবে। আমি সর্বদা ভিন্ন ধারায় ছিলাম এবং আমি সেটাই পছন্দ করি। ভিন্ন ভিন্ন কাজ আমি পছন্দ করি। সাফল্য বা ব্যর্থতা যা কিছুই হোক, আমি ভবিষ্যতেও এটাই করব। আমার সিনেমাগুলো বেশির ভাগই কম থেকে মাঝারি বাজেটের, তাই কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না এবং আমি সেই ঝুঁকি নিতে পারি। ‘
আয়ুষ্মানকে সামনে অনিরুদ্ধ আইয়ারের ফিল্ম ‘অ্যান অ্যাকশন হিরো’তে দেখা যাবে। সিনেমাটি ২০২২ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।