English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নিজের ল্যাম্বরগিনি উপহার দিতে চান শাকিরা

- Advertisements -

একজন ভাগ্যবান বিজয়ীকে নিজের ব্যক্তিগত গাড়ি ২০২২ ল্যাম্বরগিনি উরুস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিখ্যাত গায়িকা শাকিরা। ইউনিভিশনের সঙ্গে অংশীদারিত্বে তার সর্বশেষ গান ‘সলতেরা’র সমর্থনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গেল ২০ নভেম্বর শাকিরা তার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ঘোষনা দেন। এই গায়িকা বলেন, একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি নিশ্চিত! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি সত্যিই এটি পেতে চান এবং তাদের প্রিয় মানুষদের সঙ্গে নতুন ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করবেন।

পোস্টে তিনি তার বেগুনি রং-এর ল্যাম্বরগিনি উরুস গাড়ির সঙ্গে নিজের ছবি শেয়ার করেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে, ভক্তদের ‘সলতেরা’ গানের সঙ্গে নিজেদের নাচের ভিডিও ইনস্টাগ্রাম এবং টিকটকে #ElCarroDeShakira (#এলকারোদিশাকিরা) হ্যাশট্যাগ দিয়ে ২৯ নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে। সেখান থেকে শাকিরা পাঁচজন চূড়ান্ত প্রার্থী বেছে নিবেন, যাদের মধ্যে একজনকে সাধারণ জনগন ৫ ডিসেম্বর ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

৬ ডিসেম্বর ইউনিভিশনের সকালের শো ‘দেসপিয়েরতা আমেরিকা’-এ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতা শুধু যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের জন্য।

এ বিষয়ে শাকিরা বলেন, এই গাড়িটি আমি নিজেকে উপহার দিয়েছিলাম যখন আমি একা জীবন শুরু করি। কিন্তু আমি বুঝতে পেরেছি, আসলে মানবিক সংযোগই গুরুত্বপূর্ণ। গাড়ি, জামাকাপড়, সামগ্রী- এগুলো আমাদের পরিবর্তন করে না। যা আমাদের বদলে দেয় তা হলো, আমাদের প্রিয় মানুষ এবং যে সম্পর্কগুলো আমরা গড়ে তুলি।

‘সলতেরা’ গানটি একটি ট্রপিক্যাল-পপ ফিউশন। যার মধ্যে কিজোম্বা এবং ক্যলিপসো রিদমের (ছন্দ) সংমিশ্রণ রয়েছে। গানটি অক্টোবর মাসে বিলবোর্ডের ল্যাটিন পপ এয়ারপ্লেতে ১ম স্থান অর্জন করেছে। এটি শাকিরার ২৫তম গান যেটি বিলবোর্ডে প্রথম স্থানে আছে।

এর ফলে শাকিরা এবং এনরিক ইগলেসিয়াস যৌথভাবে সর্বাধিক বিলবোর্ড শীর্ষস্থান অর্জনের রেকর্ড গড়েছেন। এনরিক ২০০০ সাল থেকে এই রেকর্ড ধরে রেখেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন