ভারতে করোনার খুব খারাপ সময় যাচ্ছে। কড়াকড়িভাবে চলছে লকডাউন। নেই শুটিং। বেকার সময় কাটছে শিল্পী ও কলাকুশলীদের। এমন সময়টায় অনেকেই নানাভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন গৃহবন্দী হয়েও।
কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জিও বসে নেই।
লকডাউনের অবসরকে কাজে লাগিয়ে একটি গল্প লিখে ফেলেছেন এ অভিনেতা। এবার সেটিকে সিনেমার জন্য প্রস্তুত করা হচ্ছে। পদ্মনাভ দাশগুপ্তর উপর দায়িত্ব পড়েছে এই গল্পকে চিত্রনাট্যের আকার দেওয়ার।
গল্পের কাহিনি একটি বাচ্চা ছেলে এবং একজন প্রাপ্ত বয়স্কর সম্পর্ক নিয়ে। প্রাপ্ত বয়স্কের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রাথমিক পর্যায় এই ছবির কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে শুটিং শুরু হবে পরের মাস থেকে।
শোনা যাচ্ছে, ছবিটিতে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলী। এই সুযোগে প্রথমবার প্রসেনজিৎ-শুভশ্রীকে একসঙ্গে দেখবে দর্শক।