English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

নিখিল-শ্রাবন্তীর নতুন সমীকরণ ঘিরে হইচই

- Advertisements -

সাম্প্রতিক সময়ে এসে টলিউডের সমীকরণ অনেকটা জটিল আকারে পৌঁছেছে। আজ যে বন্ধু কাল তার মুখ দেখাদেখিও বন্ধ হতে দেখা যায়। যদি মনে প্রশ্ন জাগে দুই টলি সুন্দরী নুসরাত আর শ্রাবন্তীর মধ্যে কমন ফ্যাক্টর কী? তাহলে অভিনয়ের পাশাপাশি উঠে আসবে দুই নায়িকার ভাঙা সংসারের গল্প। ২০১৯ সালে তৃতীয় বিয়ের পর বছর দেড়েকের মাথাতেই এক ছাদের তলায় থাকেন না রোশন-শ্রাবন্তী, যদিও আইনত এখনও তারা স্বামী-স্ত্রী। অন্যদিকে, নুসরাত-নিখিলের বিয়ের বৈধতা নিয়েই রয়েছে প্রশ্ন। সেই বিষয়টি আপতত আদালতে বিচারাধীন।

এবার বান্ধবী নুসরাতের সাবেক ‘সহসঙ্গী’ (নুসরাতের তেমনই দাবি) নিখিল জৈনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলেছেন শ্রাবন্তী, তবে এটি সম্পূর্ণরূপে পেশাদার সম্পর্ক। নিখিলের বস্ত্রবিপণি-র হয়ে গ্ল্যামারাস ফটোশ্যুটে ধরা দিলেন শ্রাবন্তী। কাজের সুবাদে তাদের এই নতুন সমীকরণ ঘিরে টলিপাড়ায় হইচই শুরু হয়েছে।

নিখিলের দু’টি বস্ত্র বিপণির হয়ে নিয়মিত শুট করেন টলিপাড়ার একাধিক সুন্দরী। সঞ্জনা বন্দ্যোপাধ্যায় এখন এই ব্র্যান্ডের মুখ। নুসরাতের সঙ্গে বিয়ের মাস কয়েকের মধ্যেই, ২০২০-র জানুয়ারিতে নিখিল সূচনা করেছিলেন এই ক্লোথিং লাইনের, নুসরাত সেই সময় এটিকে নিজের ‘সন্তান’ বলে দাবি করেছিলেন।

‘ইউভ’ এর জন্ম নসুরাতের ভাবনায়। তবে তার সঙ্গেও আর কোনও সম্পর্ক নেই নুসরাতের। মাত্র কয়েক মাসের ব্যাবধানে সেই ইকুয়েশন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। শ্রাবন্তীর আচমকা ইউভের হয়ে শুট করা প্রসঙ্গে নিখিলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শ্রাবন্তী আমার ভাল বন্ধু। আমাদের পোশাকগুলো ওর ভাল লেগেছিল। তাই ও শুট করেছে।

তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার নিখিল জৈনের ডিজাইন করা শাড়ি বা লেহেঙ্গায় লেন্সবন্দি হয়েছেন শ্রাবন্তী। অন্যদিকে নুসরাতও শ্রাবন্তীর ঘনিষ্ঠ বান্ধবী, সুতরাং এই টলি সুন্দরী কিন্তু সাবেক জুটি নুসরাত-নিখিল দু’জনের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক ব্যালেন্স করে চলছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন