English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

- Advertisements -

নাসিম রুমি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। গত ২০ ও ২১ এপ্রিল জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এ উৎসব।

এতে বাংলাদেশ ও ভারতের ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন ও জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আর এতে অংশ নিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা।

এরা হচ্ছেন- চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, সোহানা সাবা, তমা মির্জা প্রমুখ।

কলকাতার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়া উৎসবটিতে অতিথি হিসেবে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অর্ধশত সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আমেরিকা থেকে উৎসবে অংশ নেওয়া অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘সুচিত্রা সেন আমাদের প্রতিটি বাঙালির হৃদয়ে কতটা জুড়ে আছেন তা নতুন করে বলার কিছু নেই। সেই মহানায়িকার নামে চলচ্চিত্র উৎসবে হচ্ছে, তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দেশে- এমন সম্মানজনক আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য আমি খুব গর্বিত। আমাদের দেশ থেকে আরও অনেক তারকা এসেছেন। সবার সঙ্গে উৎসবে অংশ নিতে পেরে আমি আনন্দিত।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন