English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নয়নতারার পর এবার সামান্থার সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ খান

- Advertisements -

নাসিম রুমি: ভারতের দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। ছবির পরিচালনায় থাকবেন রাজকুমার হিরানি।

খবরে বলা হয়, রাজকুমার হিরানির সঙ্গে নতুন ছবি সই করেছেন কিং খান, আর বিপরীতে থাকবেন সামান্থা। অ্যাকশন, রহস্য ও দেশাত্মবোধে ভরপুর হবে এই ছবি। ছবিটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে।

এর আগে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার সঙ্গে জওয়ান সিনেমায় জুটি বেঁধেছিলেন শাহরুখ খান। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি দারুণ সাফল্যের মুখ দেখেছিল।

শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল এই ছবি এবং বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় ছবি ছিল এটি। প্রায় ৪ বছরের বিরতির পর ফিরে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেন তিনি। এছাড়া সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ তৈরির কাজ চলছে। এই ছবিতে তাকে মেয়ে সুহানার সঙ্গে কাজ করতে দেখা যাবে এবং তেমন হলে এটিই সুহানার বড়পর্দায় ডেবিউ ছবি হবে।

অন্যদিকে, ২০২৩ সালে ‘খুশি’ ছবিতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে শেষ দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে। মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ অভিনেত্রী। এরপর তাকে বরুণ ধবনের বিপরীতে ‘সিটাডেল ইন্ডিয়া’য় দেখা যাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন