English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

‘নবাব এলএলবি’ সিনেমার পরিচালক-অভিনেতার জামিন

- Advertisements -

সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেফতার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুনের স্ত্রী নাজিয়া আফরিন।

সূত্র জানায়, আজ আদালতে অনন্য মামুন ও শাহীন মৃধার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সাইদুর রহমান মানিক। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

নবাব এলএলবি সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে পর্নোগ্রাফি আইনে গত ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৫ ডিসেম্বর দুপুরে তাদের আদালতে হাজির করেন রমনা থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করেন। ফলে এতদিন কারাগারে ছিলেন তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন