বলিউড অভিনেতা শাহরুখ খান। প্রায় দুই বছরের বেশি সময় সিনেমা থেকে বিরতিতে আছেন। অবশেষে কাজে ফিরেছেন এই অভিনেতা। এরমধ্যেই নতুনরূপে হাজির হয়ে অনুরাগীদের চমকে দিলেন কিং খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। ভিডিওতে দেখো যাচ্ছে, কাঁধ পর্যন্ত ঝুলে পড়া চুল, চোখে কালো চশমা, হাতে কয়েকটি পাতায় স্ক্রিপ্ট নিয়ে মাইক্রোনের সামনে কথা বলছেন। শাহরুখের এই ভিডিও দেখে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউকেউ বলছেন, শাহরুখ যেন ফিরলেন সেই ‘ডন’ ছবির লুকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্যাম্পু ও হেয়ারকালারের বিজ্ঞাপনের জন্যই এই এমন রূপ নিয়েছেন শাহরুখ। ভিডিও আপলোড করে শাহরুখ লিখলেন, ‘এরকম স্টাইলিস্ট হয়ে উঠুন।’
গতমাসেই বলিউডে শাহরুখ পূর্ণ করেছেন ২৯ বছর। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে খোলাখুলি কথাও বলেছিলেন শাহরুখ। তবে এতোকিছুর মাঝে অনুরাগীরা মুখিয়ে আছেন শাহরুখের নতুন সিনেমা নিয়ে। আপাতত, শাহরুখ ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই শাহরুখের সঙ্গে এক বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।