নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মাতাল নায়িকা অধরা খান। শফিক হাসান পরিচালিত দ্য ফ্রড (বাটপার) নামক এই সিনেমায় নায়িকা হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
সম্প্রতি অধরার সুলতানপুর সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে।
এ ছাড়া নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি।
অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি একটি ভালো সিনেমা হবে।
এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, দ্য ফ্রড (বাটপাড়) সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশে এবং দেশের বাইরে শুটিং করব। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শীঘ্রই অন্য শিল্পী-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দেব।
শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।