English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নতুন ছবি পোস্ট করে সমালোচনার কবলে অভিনেত্রী

- Advertisements -

‘পটোল কুমার গানওয়ালা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসে হিয়া দে। অনেক দিন হলো সিরিয়াল করছে না সে। এবার নতুন ছবি পোস্ট করে কটাক্ষের মুখে পড়েছে হিয়া।

ছবিতে দেখা যায়, পরনে কালো ড্রেস। সাদা রঙের চেয়ারে বেশ কায়দা করে বসেছে অভিনেত্রী হিয়া দে। যদিও এখনো ইন্ডাস্ট্রিতে তার পরিচয় ‘পটোল’ নামেই। তবে এখন অনেকটা বড় হয়ে গেছে হিয়া। প্রতিদিন নিত্যনতুন পোস্ট করতে থাকে ইনস্টাগ্রামে।

তেমনই একটি ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করল হিয়া। যে ছবিতে তার হাতে শোভা পাচ্ছে ওয়াইন ভর্তি একটি গ্লাস। এই ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষ শুরু হয় তাকে নিয়ে।

এখনো স্কুলের গণ্ডি পার করেনি সে। তার আগেই বিভিন্ন সময়ে অভিনেত্রীর ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি তুলেছিলেন তার অনুরাগীরা। এবারেও সেই একই বক্তব্য চোখে পড়ল।

একজন লিখলেন, ‘অল্প বয়সে পেকে গেলে এটাই হয়।’ আবার কারো বক্তব্য—‘ছিঃ এত কম বয়সে হাতে ওয়াইনের গ্লাস।’

আবার কারো মতে, ‘জীবনে আর তোমার কিচ্ছু হবে না। শুধু ক্লাব আর পার্টিই করবে।’ যদিও কোনো কথায় উত্তর দেয়নি হিয়া।

এই ছবি পোস্ট করে হিয়া লিখেছে, “নাইট ক্লাব পার্টি”। এই ক্যাপশন পড়েই শোরগোলের সূত্রপাত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন