নাসিম রুমি: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গত বছর শেষদিকে নাম লিখান সিনেমায়। রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’তে কাজ করবেন তিনি। যেখানে তার নায়িকা তমা মির্জা। এর কাজ এখনও শুরু হয়নি। তবে এর মধ্যেই নতুন খবর দিলেন নিশো।
এবার নতুন সিনেমায় নাম লিখালেন এই অভিনেতা। নাম ‘কালপুরুষ’। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। বর্তমানে এই নির্মাতা ব্যস্ত আছেন কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে ‘মানুষ’ সিনেমার কাজে। আর দেশে ফিরেই ‘কালপুরুষ’র শুটিং শুরু করবেন তিনি।
নিশো জানান, আপাতত তার ভাবনা সিনেমা ঘিরেই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। গত ছয় মাসে ১৩ কেজি ওজনও কমিয়েছি এই অভিনেতা।
‘কালপুরুষ’ সিনেমায় নিশোর বিষয়টি নিশ্চিত হলেও তাঁর বিপরীতে কে থাকবেন তা জানা যায়নি। সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। এখন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। পাশাপাশি চলছে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ।