English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

নতুন করে আলোচনার কেন্দ্রে ফের কার্তিক

- Advertisements -

বলিউডে স্বজনপোষণের শিকার হয়েও লড়ছেন কার্তিক আরিয়ান। তার সুফলও পাচ্ছেন তিনি। করণ জোহরের ‘দোস্তানা ২’ ছবি থেকে অপেশাদার অপবাদে বাদ পড়ার পর সকলেই ভেবেছিলেন কার্তিকের ক্যারিয়ার বোধহয় শেষ। কিন্তু সকলের ধারণাকে ভেঙে আবারও চওড়া হাসি কার্তিকের মুখে।

অতিমারি আবহে দক্ষিণী ছবির রমরমায় যখন কোণঠাসা হিন্দি ছবি, তখন কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ প্রায় ২০০ কোটির ব্যবসা করল। ছবির এমন দুর্দান্ত সাফল্যের পরেই বি-টাউনে চর্চা শুধু তাকেই ঘিরে। এর মাঝেই অভিনেতার আগামী ছবি ঘিরে বাড়ছে জল্পনা। গত শুক্রবার মধ্যরাতে পরিচালক ইমতিয়াজ আলির অফিসের বাইরে দেখা গেছে কার্তিককে। পাপারাৎজিদের দেখে এড়িয়ে যাননি কেউ। বরং হাসিমুখে ছবি তুলেছেন পরিচালক-অভিনেতা জুটি।

এর মাঝেই একজন জিজ্ঞেস করেন, ‘লাভ আজকাল ৩’ নিয়ে কি কথা হল আপনাদের?’ হাসতে হাসতে কার্তিকের উত্তর, ‘হ্যাঁ’। যদিও মজার ছলে অভিনেতা উত্তর দিলেও পরিচালক কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। তবে কি কার্তিকের উত্তরটাই সম্মতি জানালেন তিনি।

বি টাউনে কানাঘুষো শোনা যাচ্ছে, কার্তিকের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন ইমতিয়াজ। তবে ছবির প্রস্তুতি একেবারে চুপিসারে সারছেন তারা। সেই ছবিতে নাকি সারা আলি খানও থাকতে পারেন। সম্প্রতি সারা আলি খানের সঙ্গে রেড কার্পেটে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে কার্তিককে। সাম্প্রতিক এই সাক্ষাতের পর জল্পনা একদমই তুঙ্গে। তবে কি ২০২০ সালের হিট জুটি সারা-কার্তিক-ইমতিয়াজের ম্যাজিক আবারও বড়পর্দায় দেখা যাবে? অপেক্ষায় দিন গুনছেন সকলে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন