নাসিম রুমি: এক বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই ছবির সাতটি করে প্রদর্শনী ছিল। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও পরে ছবিটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। এরপর আবার বাড়ানো হয়। পরে আবার কমানো হয়।
ছবি মুক্তি নবম দিনে এসে প্রদর্শনী বাড়ানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান।
ঈদুল ফিতরে কমসংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশির ভাগ শো হাউসফুল ছিল। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অনেকে সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে ফিরেও গেছেন। ‘জংলি’ ছবি সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাই বারবার প্রদর্শনী বাড়ানোর দাবিও তোলা হয়।
প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় যদি তিনটি করেও প্রদর্শনী দেওয়া হয়, তা–ও হাউসফুল যাবে ছবিটি। তবে ২১টি প্রদর্শনী না পেলেও ৭ থেকে ১৪টি প্রদর্শনী হয়েছে এই ছবির।