English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

দেশি দুই সিনেমা ২৯ হলে বিদেশি একটিই ৬৩-তে

- Advertisements -

নাসিম রুমি: বছরের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সিনেমা দেখা যায়নি প্রেক্ষাগৃহে। তবে আজ শুক্রবার একসঙ্গে মুক্তি পাচ্ছে তিন সিনেমা, যার দুটি দেশি হলেও একটি বিদেশি সিনেমা। এদিন থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’, মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ এবং ভারত থেকে আমদানি করা সিনেমা ‘হুব্বা’, যেটি পরিচালনা করেছেন কলকাতার ব্রাত্য বসু।

একই দিনে তিন সিনেমা মুক্তি পাওয়ায় হল পাওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে উঠেছে নানা অভিযোগ। বিদেশি সিনেমা সংখ্যাগরিষ্ঠ হল পাচ্ছে। সেদিক থেকে দেশি সিনেমা কোনো হলই পাচ্ছে না। নির্মাতাদের অভিযোগ, ভারতীয় সিনেমা এনে বেশি হলে মুক্তি দেওয়া হচ্ছে, যার কারণে আমরা দেশি সিনেমা মুক্তিতে হল পাচ্ছি না। পলিটিকসের শিকার হয়েছি।

তথ্য মন্ত্রণালয়ের নিয়মানুসারে উৎসব ছাড়া একই দিনে দুইয়ের অধিক সিনেমা মুক্তি দেওয়ার নিয়ম নেই। এর বাইরে অন্যান্য সময়ে দুটি সিনেমা মুক্তি দেওয়া যেতে পারে। তবে বিদেশি সিনেমা মুক্তির ক্ষেত্রেও কিছু নিয়ম দেওয়া হয়েছে। তবে সেসব নিয়ম না মেনে দেশি সিনেমার সঙ্গে বিদেশি সিনেমা মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন দুই নির্মাতা চয়নিকা চৌধুরী ও মেহেদী হাসান।

‘কাগজের বউ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ৯ হলে। নির্মাতা সিনেমাটির জন্য খুব বেশি হল চাননি তিনি বলেন, ‘আমি নিজেই বেশি হল চাইনি। অনেক হল চেয়ে নিয়ে তো লাভ নেই যদি সেগুলো ফাঁকা থাকে। এর জন্য অল্পকিছু হল নিয়েছি এবং আমার বিশ্বাস কাগজের বউ দর্শকরা পছন্দ করবে এবং সামনে হল বাড়বে।’

হল বেশি না নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘যেখানে উৎসব ছাড়া দেশে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার নিয়ম নেই, সেখানে বিদেশি সিনেমা কীভাবে মুক্তি পাচ্ছে আমি জানি না। এই সিনেমা অনেকগুলো হল পেয়েছে তা না হলে আমার সিনেমা আরও বেশি হল পেত। ঢাকার বাইরে আমার কিছু পছন্দের হল ছিল কিন্তু আমি সেগুলো পাইনি।’

অন্যদিকে মেহেদী হাসানের ‘শেষ বাজি’ মুক্তি পাচ্ছে দেশের ২০ হলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি জানান, এখন পর্যন্ত ১৯টি চূড়ান্ত হয়েছে কিন্তু সন্ধ্যার মধ্যে ২০টি হল পেয়ে যাব। নির্মাতা বলেন, ‘সিনেমাটি নিয়ে হয়তো যথাযথভাবে প্রচার-প্রচারণা করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করেছি। সিনেমাটি নিয়ে আমি অনেক কনফিডেন্ট, দর্শকরা পছন্দ করবেন এবং সামনের সপ্তাহ থেকে দর্শক বাড়বে।’

কিছুটা আক্ষেপ জানিয়ে মেহেদী হাসান বলেন, ‘আমি পলিটিকসের শিকার হয়েছি। দেশি সিনেমা নির্মাণ করেও বিদেশি সিনেমার জন্য হল পাচ্ছি না। এ বিষয়ে পরিচালক সমিতিতে চিঠি পাঠালেও কোনো লাভ হয়নি। তারা মিটিং করেছেন, বলেছেন জানাবেন।’

দেশি সিনেমা যেখানে হল পেতে কাঠখড় পোহাচ্ছে, সেখানে আমদানি করা ভারতীয় সিনেমা ‘হুব্বা’ মুক্তি পাচ্ছে দেশের ৬৩ হলে। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। বলেন, ‘৬৩ হলে মুক্তি পাচ্ছে ‘হুব্বা’। এই সিনেমা দিয়ে চার-পাঁচটি বন্ধ সিনেমা হলও খুলছে।’

বিদেশি সিনেমার চাপে দেশি সিনেমা কোণঠাসা হয়ে যাচ্ছে বলে মনে করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। তিনি বলেন ‘প্রযোজক সমিতি নিজেদের ব্যবসার জন্য নিজেদের মতো করে নিয়ম তৈরি করেন এবং সিনেমা মুক্তি দেন। এর সঙ্গে যুক্ত রয়েছেন হল মালিকরা। তাদের স্বেচ্ছাচারিতার কারণে এ রকমটা হচ্ছে। হল মালিকরা যদি বিদেশি সিনেমা চালান, তাহলে আমাদের কী করার আছে এখানে!’

পলাশ সিনে প্রোডাকশনের ব্যানারে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় করেছেন পরীমণি, ডি এ তায়েব, চিত্রনায়ক ইমন প্রমুখ। রিকুয়াইর রিয়েল এস্টেট লিমিটেডের ব্যানারে ‘শেষ বাজি’ সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু প্রমুখ। অন্যদিকে, কলকাতার ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন