English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

দুলাভাইয়ের আক্রমণের শিকার বিগবসের নৃত্যশিল্পী

- Advertisements -

ভারতের ‘বিগ বস’-১৬  খ্যাত গোরি নাগোরি মুলত চমৎকার নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত। তাঁর ভাইরাল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাল তোলে। তবে সম্প্রতি তিনি একটি অন্য কারণে লাইমলাইট দখল করলেন। বৃহস্পতিবার, গোরি নাগোরি ইনস্টাগ্রামে একটি ভয়ঙ্কর ভিডিও পোস্ট করে জানালেন, তিনি তাঁর দুলাভাই এবং তাঁর একজন বন্ধুর দ্বারা মারাত্মক আক্রমণ হয়েছেন।

এরইমধ্যেই তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গিয়েছেন, কিন্তু পুলিশ বিষয়টি ‘ঘরোয়া সমস্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন। এমনকী পুলিশ অভিনেত্রীর অভিযোগ না নিয়ে বরং তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোকজন চেয়ার নিয়ে কাউকে ব্যপকভাবে পেটাচ্ছেন। ভিডিওতে কারো মুখ স্পষ্ট নয়।
গোরি নাগোরি পোস্টে লিখেছেন, হ্যালো বন্ধুরা, আমি তোমাদের গোরি। আজকে আমার সঙ্গে যা ঘটেছে তা সবার কাছে জানানো খুবই দরকার, তাই আমি এই ভিডিওটি আপলোড করছি। ২২শে মে ছিল আমার বোনের বিয়ে। আমি মের্তা শহরে থাকি, কিন্তু আমার বাবা ও ভাই আমার সঙ্গে থাকেনা।
এরপর আমি আমার বড় দুলাভাই জাভেদ হোসেনের অনুরোধে কিষাণগড়ে বোনের বিয়েতে যাই। কিন্তু আমি জানতাম না, আমাকে কিষাণগড়ে ডেকে আনা তাঁর অনেক বড় ষড়যন্ত্র ছিল।তিনি বলেন, এরপর আমার দুলাভাই ও তাঁর বন্ধুরা আমার দলকে খুব খারাপভাবে আক্রমণ করে। এরপর আমার ভাই এবং আমি অভিযোগ করতে পুলিশের কাছে গেলে তাঁরা আমার অভিযোগ নেয়নি। তাঁরা বলে যে, এটি আপনাদের বাড়ির ব্যাপার।
পুলিশ আমাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করিয়ে মামলা নেওয়ার বদলে আমাদের সঙ্গে সেলফি তোলে। 

এই নৃত্যশিল্পী বলেন, আমি বাড়িতে একা থাকি। যদি আমার মা বা আমার দলের কিছু হয়, তবে এই লোকেরা দায়ী থাকবে। আমি চাই রাজস্থান সরকার স্যার অশোক গেহলট জি এবং শচীন পাইলট জি আমাকে সমর্থন করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ন্যায়বিচার দিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন