English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

‘দীর্ঘদিন পর একত্র হয়ে আনন্দে মেতেছি’

- Advertisements -

বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অঞ্জনা রহমান দীর্ঘ ক্যারিয়ারে জুটি হয়ে একসঙ্গে ১৭টি সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারা দুটি পরিষদে নির্বাচন করলেও নির্বাচনের মাঠে নেমে একসঙ্গে আনন্দে মেতেছেন। তারা যে আলাদা দুটি পরিষদে নির্বাচন করছেন তা বোঝার উপায় নেই।

অঞ্জনা বলেন, ‘আমরা একসঙ্গে ১৭টি সিনেমায় অভিনয় করেছি৷ নির্বাচন ঘিরে দীর্ঘদিন পর একসঙ্গে এমন আড্ডা জমেছে। নির্বাচন এলে তারার মেলা বসে। এদিন আমাদের উৎসব। সবাই একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। দীর্ঘদিন পর একত্র হয়ে আনন্দে মেতেছি।’

নায়কের প্যানেল ছেড়ে ভিলেনের প্যানেল থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝে মাঝে নায়ক রেখে ভিলেনের হাত ধরতে হয়। একদিনের জন্য আমরা আলাদা হলেও সবাই সমান। এটা আমরা নির্বাচন মনে করছি না, আমাদের মিলনমেলা বলব।’

ইলিয়াস কাঞ্চন-অঞ্জনা জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- পরিণীতা, প্রতিরোধ, অভিযান, ষড়যন্ত্র, খুনি, প্রেমের সমাধি, বিষকন্যার প্রেম, অন্ধবধূ, ডাকু ও দরবেশ, বিক্রম, হুঁশিয়ার, জিপসী সর্দার, লালু সর্দার, মোহনা, রূপসী বাংলা, বিধাতা, আদম ব্যাপারী প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন