পেছনে দাউ দাউ করছে আগুন, পাশে দাঁড় করানো একটি পুলিশের গাড়ি, সন্ত্রাসীদের মেরে শুইয়ে দিয়েছেন, পুলিশি পোশাকে সন্ত্রাসী লিডারের মুখের ভেতর পিস্তলের নল ঢুকিয়েছেন। নিজে হয়েছেন রক্তাক্ত। এমন লুকে চমক দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ধরা দিলেন দাপুটে পুলিশ অফিসার ‘লেডি সিংহম’ রূপে। তাকে চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ‘সিংহম এগেইন’ পরিচালক রোহিত শেট্টি।
বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম কিস্তি মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। ‘সিংহম এগেইন’ শিরোনামের এবারের পার্টে এমন রূপে পর্দায় হাজির হবেন দীপিকা।