বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সৌন্দর্যে কুপোকাত তার ভক্ত-অনুরাগীরা। ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে তার শরীরী হিল্লোল ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। এবার অভিনেত্রী উজাড় করে দিলেন নিজের সৌন্দর্যের রহস্য। কীভাবে নিজেকে ও নিজের শরীরকে ভালোবাসতে শিখেছেন, তাই প্রকাশ করলেন অভিনেত্রী।
দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করেন অভিনেত্রী এবং নিজের শরীরকে কৃতজ্ঞতা জানান তিনি। আর এ অভ্যাসই নিজের শরীরকে ভালোবাসতে শিখিয়েছে বলে জানান অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া বলেন, আমি আমার নিজের শরীরকে ভালোবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করব না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে বলে জানান অভিনেত্রী।
শরীরকে ভালোবাসার কথা এর আগেও তামান্না বলেছেন। একসময়ে খুবই ক্ষীণদেহী ছিলেন তিনি। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিনেত্রী— একটা সময়ে আমি ভাবতাম, রোগা হলেই সুন্দর দেখতে লাগে। কিন্তু পরে বুঝলাম, আমার সত্যিই এর থেকে কোনো ভালো অনুভূতি হয় না। আসলে রোগা হওয়ার সঙ্গে ভালো অনুভূতির কোনো সম্পর্কই নেই।
উল্লেখ্য, তামান্না ভাটিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে। তার সঙ্গে দেখা গিয়েছিল অবিনাশ তিওয়ারি, জিমি শেরগিল ও জসবিন্দর সিংকেও। এর আগে ‘স্ত্রী ২’ ও ‘বেদা’ ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। আগামী দিনে অশোক তেজা পরিচালিত ‘ওডেলা ২’ ছবিতে দেখা যাবে।