English

22 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

দাবানলে বাড়ি ছাড়া ‘ব্যাটম্যান’ তারকা বেন অ্যাফ্লেক

- Advertisements -

নাসিম রুমি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিধ্বংসী দাবানলে পুড়ছে। এই ভয়াবহ দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এর মধ্যে জানা গেছে, জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডিসহ অনেক তারকার বাড়ি পুড়ে গেছে। এবার জানা গেল হলিউড তারকা “ব্যাটম্যান” খ্যাত বেন অ্যাফ্লেকের খবর।

বেন অ্যাফ্লেক জেনিফার লোপেজের সঙ্গে তার বহুল চর্চিত বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনার মধ্যেই ছাড়লেন প্যাসিফিক প্যালিসেডস এর বাড়িটি।।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আদালতে বেন ও লোপেজের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। অন্যদিকে আরেক মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে একরকম পালিয়েছিলেন এই অভিনেতা।

টিএমজেডের মতে, ব্যাটম্যান খ্যাত এই তারকা তার প্রথম স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাড়িতে গিয়েছিলেন, যিনি তাদের তিন সন্তানকে নিয়ে কাছাকাছি ব্রেন্টউডে থাকেন। গার্নার ২০০৫ সালে অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের পর এই তারকারা নিজেদেরকে ভালো বন্ধু হিসেবে দাবি করেন।

উল্লেখ্য, ৬ মাস আগেই ২ কোটি ডলার বা প্রায় ২৪৩ কোটি টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন বেন অ্যাফ্লেক। কিন্তু ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন এই অভিনেতা। টিএমজেড জানিয়েছে, বাড়ি ছেড়ে যাওয়ার সময় বেন অ্যাফ্লেককে ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বেন অ্যাফ্লেক আশ্রয় নিয়েছেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায়। বেন ও গার্নারের সংসারে তিন সন্তান আছে, যারা মায়ের কাছে থাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

রাশমিকা গুরুতর আহত

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন