নাসিম রুমি: কনসার্টে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়িয়েছেন ভারতের বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম তিনি। এমন আবহের মাঝেই আবার এক চুমু কাণ্ডের ভিডিও ভাইরাল!
সেই ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্তের ঠোঁটে ঠোঁট ডোবাতে দেখা গেল উদিত নারায়ণকে। আর তাতেই বিতর্ক তুঙ্গে!
এদিন উদিতের পরনে ছিল নীল স্যুট। গায়ক যখন মঞ্চে, তখন নিচে ঘিরে ধরেছেন একদল অনুরাগী। সেখানে নারীদের ভিড়। উদিতের কাছে সেলফি তোলার আবদার নিয়ে যান এক নারী ভক্ত। তার সঙ্গে ছবি তোলার পরই পেছন থেকে সেই নারীকে জাপটে ধরে প্রথমে গালে গাল ঠেকান। তারপর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন উদিত।
যদিও ওই নারীকে এরপর হাসতে দেখা যায়। তবে ভিডিওটি দেখে ফের ক্ষুব্ধ হন নেটিজেনদের একাংশ। গায়ককে তার বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে। নিন্দকরা ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়লেন না গায়ককে। কারও মন্তব্য, উদিত আপনি কি উন্মাদ হয়ে গেছেন? কেউ বলছেন, আরে উদিত তো চুমুর বিষয়ে একেবারে অপ্রতিরোধ্য দেখছি; থামানোই যায় না একে!