বলিউডের আলোচিত আইটেম গার্ল নোরা ফাতেহির এক মন্তব্যে চমকে গেলেন বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুর খান। নোরা ফাতেহি কারিনাকে জানান যে, তিনি তৈমুরকে বিয়ে করতে চান!
একথা শুনার পর কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন কারিনা। ভাবছিলেন তিনি ঠিক শুনছেন তো! কিন্তু নোরা তার বক্তব্যে তখনও অনড়। হাসছেন না, আবার মজার ছলে উড়িয়েও দিচ্ছেন না বিষয়টা। বউমা হতে চেয়ে নাছোড়বান্দা নোরার এমন আবদারে বেগম কারিনা কিছুক্ষণের জন্য চিন্তাতেও পড়েছিলেন।
তারপর নিজেই হেসে উঠলেন। কিছুটা অপ্রস্তুত হয়েই বললেন, ‘যাই হোক, ওর বয়স তো অনেক কম। বিয়ে তো অনেক দূরের ব্যাপার।’
কিন্তু তাতেও দেখা গেল আপত্তি নেই নোরার। পাত্রের বয়স চার। আর তিনি এখন ২৯-এর দোরগোড়ায়। তবু সেসব কোনও বিষয়ই নয় নোরার কাছে। মুহূর্তেই কারিনাকে তার জবাব, ‘দরকার হলে ওর জন্য অপেক্ষা করব আমি। শুধু চাই, ও তাড়াতাড়ি বড় হয়ে যাক।’
কারিনার রেডিও চ্যাট শো হোয়াট উইমেন ওয়ান্টস-এ এসেছিলেন নোরা। সেখানেই এক প্রশ্নের বিপরীতে নোরা বলেন, ‘তৈমুরকে বিয়ে করতে চাই আমি।’
নোরার নাচের প্রশংসা করছিলেন কারিনা। বলছিলেন সাইফ আর তিনি নোরার নাচ দেখে মুগ্ধ। তারই উত্তরে নোরা আচমকা বলে বসেন, ‘তাহলে তো আমি আর তৈমুর এনগেজমেন্ট কিংবা বিয়ের কথা ভাবতেই পারি। তাই না!’