নাসিম রুমি: সালমান অবশ্য ছবির প্রচারণায় এরই ভেতরে বলে দিয়েছেন যে শাহরুখের পাঠান, আমার কিসিকা ভাই, কিসিকাুগুে জানসহ বলিউডের পাঁচ সুপারস্টার থাকতে কখনও প্যান ইন্ডিয়া তেলেগু বা মালায়লাম ছবি রাজত্ব করবে না। বাকি তিন জনের নাম বললেন আমির, অক্ষয় ও অজয় দেবগন।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সন্ধ্যায় এলো সালমান খান প্রযোজিত ও অভিনীত বলিউডের ঈদের ছবি ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবির ট্রেলার! যা প্রকাশের পর পরই রীতিমত তোলপাড়! ভক্ত অনুরাগীরা ট্রেলার দেখে বলছেন, ঈদ ধামাকা এমনই হওয়া উচিত
প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারের প্রায় পুরোটা জুড়েই আছেন সালমান খান ও পূজা হেগড়ে। প্রেমিক সালমানের পাশাপাশি সালমানের ‘বিধ্বংসী’ রূপও উঠে আসে ট্রেলারে। আছে মন মাতানো সংলাপ! যারা এই ছবিতে লম্বা চুলওয়ালা সালমানের ফার্স্টলুক দেখে সমালোচনায় মেতেছিলেন, ট্রেলার দেখে তারাও কিছুটা দ্বন্দ্বে পড়ে যেতে পারেন।
সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, ঈদের ছবি হিসেবে সালমান দর্শককে বিনোদিত করার পাশাপাশি বক্স অফিসেও দাপট দেখাবেন। চার বছর পর ঈদে সালমানের ছবি আসছে। তাই এই ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা বেশি। জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’।
সিনেমার চারটি গান, ‘নাইয়ো লগদা’, ‘বিলি বিলি’, ‘বথুকাম্মা’ এবং ‘ইয়েনটাম্মা’ ইউটিউবে এসেছে। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমান-পূজা হেগড়ে ছাড়াও অভিনয় করেছেন শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি প্রমুখ। সিনেমাটি ২১ এপ্রিল মুক্তি পাবে।