তৃতীয়বারের মতো মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স। ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়েছেন মার্কিন এ সঙ্গীতশিল্পী। ব্রিটনি আরও জানিয়েছেন, ‘এর আগে গর্ভধারণের সময় হতাশা আক্রান্ত করেছিল তাকে। এবার নিয়মিত ইয়োগা করবেন।’
ব্রিটনি স্পিয়ার্সের মানসিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় তার জীবনযাপনের ওপর নিয়ন্ত্রণ ছিল বাবার। এ কারণেই সন্তানের মা হওয়া, বিয়ে করাসহ বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেন না ব্রিটনি।
বাবার ১৩ বছরের কঠোর অভিভাবকত্ব থেকে বের হতে বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন ব্রিটনি। সেই লড়াইয়ে গত বছর ব্রিটনির জয় হয়। গত বছরই তিনি তার ব্যক্তিগত প্রশিক্ষক স্যাম আসঘরির সাথে বাগদানের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, তিনি ও স্যাম এরইমধ্যে বিয়েও সেরে ফেলেছেন। কারণ গর্ভধারণ সংক্রান্ত পোস্টে ব্রিটনি ‘স্বামী’ শব্দটি উল্লেখ করেছেন।