ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি তিনটি হলো “গ্যাংস্টার”, “লাইভ” ও “নরসুন্দরী”। তিনটি ছবিতেই সাইমনের নায়িকা মাহিয়া মাহি।
শাহীন সুমন পরিচালনা করবেন “গ্যাংস্টার” এবং শামীম আহমেদ রনি পরিচালনা করবেন “লাইভ” ও “নরসুন্দরী”। “গ্যাংস্টার” এ দেখা যাবে শান্ত খানকেও।
ফেসবুকে সাইমন লিখেছেন, আলহামদুলিল্লাহ। আজ অনেক বড় প্রডাকশন হাউজ “শাপলা মিডিয়া” এর ৩টা সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। আপনাদের কাছে ভালোবাসা আর দোয়া চাই শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান সাহেবের জন্য। যিনি কিনা আমাকে ছেলের মতোন আদর করেন।