বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের ৫৫তম জন্মদিন আজ। মাধুরীর সমসাময়িক অনেক শিল্পীই হারিয়ে গেছেন। কিন্তু তিনি এখনো সমানতালে কাজ করে চলেছেন। নাচ থেকে অভিনয়; সবজায়গায় তার সরব উপস্থিতি।
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে সরব মাধুরী। এখনো অভিনয়, নাচ ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’ দিয়ে নজর কেড়েছেন মাধুরী।
স্ত্রী মাধুরীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শ্রীরাম নেনে ইনস্টাগ্রামে লিখেছেন, বিশ্বের সবচেয়ে সুন্দর নারী, আমার স্ত্রী ও আমার সেরা বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ভালোবাসি। সবচেয়ে সেরাটাই তোমার প্রাপ্য।
মাধুরী দীক্ষিতের জনপ্রিয় কয়েকটি ছবি হলো ‘তেজাব’, ‘দিল’, ‘বেটা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘পুকার’, ‘দেবদাস’, ‘লজ্জা’, ‘রাম লক্ষণ’, ‘ত্রিদেব’, ‘খলনায়ক’, ‘রাজা’ ও ‘সাজান’।
ছোট পর্দাতেও নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিতকে। একাধিক শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে তাকে। প্রযোজক ও নাচের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।