English

31 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫
- Advertisement -

ডাকাতের উৎপাত: মধ্যরাতে বঁটি হাতে রাস্তায় বাঁধন

- Advertisements -

মধ্যরাতে বঁটি হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক বা সিনেমার দৃশ্য নয় এটি।

বাস্তবেই এমনটি দেখা গেছে এই অভিনেত্রীকে। কারণটা রাজধানীতে ডাকাতের উৎপাত।

ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন বাঁধন। গণমিছিল বা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন।

অন্যদিকে, শেখ হাসিনার দেশত্যাগের পর এখনও সরকার গঠন হয়নি। আপাতত ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও পুলিশব্যবস্থা। এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। তাদের ঠেকাতে একত্র হয়েছে স্থানীয় জনতা। সেখানে যোগ দিয়েছিলেন বাঁধন।

ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বঁটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন অভিনেত্রী। ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মাঝরাত’। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।

প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী-পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য ‘মেয়েদের গল্প’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন