English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

টেলিফিল্মে ‘চম্পা’ হয়ে আসছেন মেহজাবীন

- Advertisements -

এবারের ঈদে মেহজাবীন বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। এবার চম্পা হাউজ নামের একটি টেলিফিল্মে অভিনয় করছেন মেহজাবীন। মেহজাবীন বরাবরই চরিত্র নিয়ে নীরিক্ষণ করতে ভালোবাসেন। এই টেলিফিল্মেও তাঁকে চম্পা চরিত্রে দেখা যাবে।

নিজের ইনস্টাগ্রামে চম্পা লুকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘মিট চম্পা ফ্রম চম্পা হাউজ। ‘
ভবিকি জাহেদের পরিচালনায় নাটকের গল্পটি নাজিম উদ দৌলার। এর চিত্রনাট্যও লিখেছেন ভিকি জাহেদ। ভিকি জাহেদ মেহজাবীনকে নিয়ে সাম্প্রতিক সময়ে দুটি কাজ করে প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় ফের মেহজাবীনকে যুক্ত করলেন চম্পা হাউজে। ভক্তদের অপেক্ষা করতে হবে তততক্ষণ পর্যন্তই যতক্ষণ না এটি প্রচারিত হচ্ছে। তারপরেও বোঝা যাবে ভিকি জাহেদ-মেহজাবীন এই ধাপে কতটা সফল হলেন। শঙ্কা আশঙ্কা দুটোই থাকতে পারে বলে মনে করছেন নেটিজেনরা। আরকইভাবে, একই কথাই প্রযোজ্য এই নাটকে আফরান নিশো মেহজাবীনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।
পুনর্জন্ম ও এর সিক্যুয়েলের পর আফরান নিশোন-মেহজাবীন ভিকি জাহেদের সঙ্গে চম্পা হাউজে এক হয়েছেন। ঈদের ২য় দিন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চম্পা হাউজ’।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন