নাসিম রুমি: বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে বন্ধুত্ব রয়েছে বাংলাদেশি অভিনেত্রী চম্পার। এই বন্ধুত্ব বেশ গভীর হয়েছিল। গৌতম ঘোষের সিনেমায় চম্পা ও টাবু একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই টাবুর সঙ্গে সম্পর্কের শুরু। শুরুটা হয়েছিল টাবুর দিক থেকেই। টাবুই আপন করে নিয়েছিলেন চম্পাকে।
টাবুর সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে চম্পা বলেন, ‘টাবু আমাকে বলেছে, সে বিয়ে করতে প্রচণ্ড ভয় পায়। টাবু আমার কাছ থেকে মাছ খাওয়া শিখেছে। আমাকে বলত মাছ রান্না করে দিতে। মাছ রান্না করে দিতাম আমি। মাছের কাঁটা কীভাবে বাছতে হয়, সেটাও ওকে আমি শিখিয়ে দিয়েছি। ওর সঙ্গে বন্ধুত্ব হয় ওরই আগ্রহে। ও খুব আপন করে নিয়েছিল আমাকে। শুটিংয়ের ওই দিনগুলো ছিল খুবই মধুর।’
একবার রোজায় শুটিং করছিলেন। সে সময়ের অভিজ্ঞতা জানিয়ে চম্পা বলেন, ‘টাবুর সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল থাকতাম। গল্প করতে করতে গভীর রাত হয়ে যেত। ওর আর আমার রুম পাশাপাশি ছিল। রমজান মাস ছিল তখন। আমি রোজা রাখতাম, সেও রোজা রেখেছে আমার সঙ্গে। আমার সঙ্গে নামাজও পড়েছে। টাবু ওর মনের কথা আমার সঙ্গে শেয়ার করেছিল বিশ্বাস করে।’
সেই শুটিং শেষ হওয়ার বহুদিন পর দিল্লিতে টাবুর সঙ্গে দেখা হয়েছিল চম্পার। দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন, চোখে ছিল পানি।