দীর্ঘ ছয় বছরের সম্পর্কে নাকি ইতি টেনেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তারা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টিনসেল নগরীতে। অবশেষে প্রকাশ্যে এল আসল সত্যি।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ অনেক দিন ধরেই নাকি একত্রবাস করছিলেন টাইগার-দিশা। এমনকি জ্যাকি-পুত্রকে বিয়েও করতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের প্রসঙ্গে ক্রমাগত এড়িয়ে যাচ্ছিলেন জ্যাকি নিজেই।
শোনা যাচ্ছে, প্রেম করতে কোনও অসুবিধা ছিল না। কিন্তু বিয়ের নাম শুনলেই আপত্তি টাইগারের! প্রত্যেকবারই দিশার বিয়ের প্রস্তাব নাকচ করে দেন তিনি। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব তাড়াতাড়ি ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ফের এক হয়ে যাবেন টাইগার-দিশা।
নিজেদের সম্পর্কের কথা কোনওদিন প্রকাশ্যে স্বীকার করেননি দু’জনের কেউই। তবে কখনও ‘না’-ও বলেননি। আপাতত দিশা তার আগামী ছবি নিয়ে ব্যস্ত। টাইগার সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।