নাসিম রুমি: মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের সিনেমার এই জনপ্রিয়তাকে আকাশছোঁয়া বললেও ভুল হবে না। ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) তথ্যে সিনেমাটির বর্তমান জনপ্রিয়তা হলিউডের বড় বড় তারকাদের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার চেয়ে বেশি। এসব তারকার মধ্যে রয়েছে টম ক্রুজ, জনি ডেপ, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন, রবার্ট ডাউনি জুনিয়রের মতো আলোচিত নাম।
আইএমডিবি সারা বিশ্বের মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে জানার অন্যতম বড় তথ্যভান্ডার। এই আইএমডিবির মুভিমিটার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর একটা র্যাঙ্কিং করে।
এই র্যাঙ্কিং বিচার করে সিনেমার জনপ্রিয়তা। কীভাবে এই র্যাঙ্কিং তৈরি হয়, সেই প্রক্রিয়া গোপন রাখে আইএমডিবি কর্তৃপক্ষ। শুধু জানায়, জনপ্রিয়তার এই মানদণ্ড তৈরি হয় প্রিয় তারকার সিনেমার পেজ ভিউ দিয়ে।
ভক্তরা আইএমডিবিতে প্রিয় তারকার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার পেজে গিয়ে সিনেমা মুক্তি, সিনেমার নির্মাণ, কে কে অভিনয় করেছেন ইত্যাদি ছাড়া সিনেমা নিয়ে নানা তথ্য জানার চেষ্টা করেন। এসব তথ্য নিয়েই তৈরি হয় এই জনপ্রিয়তা।
এই জনপ্রিয়তার প্রায়ই হ্রাস–বৃদ্ধি ঘটে। প্রতি সপ্তাহে আইএমডিবি এই তথ্য হালনাগাদ করে। মুভিমিটারে এই জনপ্রিয়তায় অন্যতম আগ্রহের তালিকায় রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। সিনেমাটি মুক্তি পাবে জুনে। তার আগে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ আকাশচুম্বী।