নাসিম রুমি: ২০১৯ সালে মুক্তি পেয়েছিল হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘ওয়ার’। যেই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির উপর ব্যবসা করেছিল। যার প্রেক্ষিতেই ঘোষণা এসেছিল এই ছবির সিক্যুয়েলের। এবার জানা গেল, কবে মুক্তি পেতে যাচ্ছে এই ছবির সিক্যুয়েল।
প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে যে, তাদের বহুল প্রতীক্ষিত ছবি স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ চলতি বছরের ১৪ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের সময় বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। যিনি ‘ওয়ার ২’-এর প্রিক্যুয়াল ‘ওয়ার’-এও ছিলেন। তার সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। তবে এবার এই ছবির সিক্যুয়েলে আসছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর।
যশ রাজ ফিল্মস তাদের অফিসিয়াল এক্স পেজে আনুষ্ঠানিক ভাবে ‘ওয়ার ২’ -এর মুক্তির দিনক্ষণ জানিয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘এটা না বললেই নয়, আমরা ‘ওয়ার ২’ এর প্রোমোশন শুরু করার আগেই আপনারা ছবি নিয়ে এত উৎসাহ প্রকাশ করেছেন। যা দেখে আমরা সত্যি আপ্লুত। চলতি বছরের ১৪ আগস্টে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে এই ছবি ঝড় তুলবে।’
যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা হবে ‘ওয়ার ২’। ‘ওয়ার ২’ ছাড়াও এই স্পাই ইউনিভার্সে ব্যানারে আসবে শাহরুখ খানের ‘পাঠান ২’, সালমান ও শাহরুখ অভিনীত ‘টাইগার বনাম পাঠান’। তাছাড়াও প্রথম আসছে ‘আলফা’।