জুটিবদ্ধ হলেন জয় চৌধুরী ও আঁচল। ইতোমধ্যে ‘এক পশলা বৃষ্টি’ ন আমের ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন জাফা আল-মামনু। ছবিতে জুটি হয়ে অভিনয় করবেন নায়ক জয় চৌধুরী ও নায়িকা আঁচল আঁখি। এর আগেও কিছু সিনেমাতে একসঙ্গে দেখা গেছে তাদের।
নতুন সিনেমাটি নিয়ে চিত্রনায়ক জয় বলেন, ‘সিনেমার গল্পটি খুব চমৎকার। গল্পের জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রেও বেশ গুরুত্ব আছে। সেইসঙ্গে বন্ধু আঁচলের সঙ্গে কাজ করবো। আশা করছি ভালো একটি সিনেমা নিয়ে হাজির হতে পারবো আমরা।’
পরিচালক জানান, তার এ সিনেমায় আরও অভিনয় করবেন কায়েস আরজু, নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ।
এ ছবির শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে। ক্লাসিক রোমান্টিক ঘরানার এ সিনেমাটি রোজা ঈদের মধ্যেই মুক্তি পাবে।