English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি ১৪ ফেব্রুয়ারি সোমবার

- Advertisements -

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা এখনো কাটেনি। রোববার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানির কথা থাকলেও তা পিছিয়েছে। ফলে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আবেদনের ওপর শুনানি হবে সোমবার (১৪ ফেব্রুয়ারি)।

নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ।

নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। আর সভাপতি হন ইলিয়াস কাঞ্চন।

এরপরই শুরু হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে ঝামেলা। এক সময় আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এরপর হাইকোর্টে দ্বারস্থ হন জায়েদ খান। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে নিজের পদ ফিরে পান তিনি। পরে আপিল করেন নিপুণ।

ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বারজজ আদালত। এরপর সাধারণ সম্পাদক পদের ওপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

এসময়ের মধ্যে জায়েদ-নিপুণ কেউ সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলেও জানান আদালত। দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে।

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
জাহাঙ্গীর সরকার
জাহাঙ্গীর সরকার
2 years ago

লোকে যারে চায় তারই জয় হওয়া দরকার আমি মনে করি।

Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন