English

19 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

জায়েদ আমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করেনি: মৌসুমী

- Advertisements -

বাংলাদেশ শিল্পী সমিতিতে গতকাল রবিবার অভিনেতা ওমর সানী অভিযোগ দিয়েছেন, জায়েদ খান চার মাস ধরে তাঁর স্ত্রী মৌসুমীকে জায়েদ খান বিরক্ত করে আসছে। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরই ওমর সানীর অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করলেন মৌসুমী। মৌসুমী বললেন, ‘জায়েদকে আমি স্নেহ করি, সে আমাকে সম্মান করে। সে আমাকে কটূক্তি বিরক্তি কিছুই করেনি।

জায়েদের বিরুদ্ধে অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে জানালেন মৌসুমী। এসময় ওমর সানীর ওপর বিরক্তি ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত অভিনেত্রী।

সোমবার সকালে পাঠানো এক অডিও বার্তায় মৌসুমী বলেন,  ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক সেটুকু কাজের রিলেশন এবং খুবই ভালো রিলেশন। সেখানে আমাকে ওর অসম্মান করার প্রশ্নই ওঠে না। ’

ডিপজলের ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদের ঘটনার সংবাদ শুনে খারাপ লেগেছে। এই ঘটনা তিনি একদিন পরে শুনেছেন বলে জানালেন।

মৌসুমী বলেন, ‘ আমি বিয়ের ওই অনুষ্ঠানের খবর শুনে আমার খারাপ লেগেছে। আরো খারাপ লেগেছে ওখানে আমার প্রসঙ্গে যুক্ত হওয়ায়। আমি জানি ওদের মধ্যে কী হয়েছে। এখানে আমার প্রসঙ্গ চলে এসেছে, এ প্রসঙ্গ কোনোভাবে যায় না, মেলেই না।

প্রিদর্শিনী খ্যাত এই নায়িকা বলেন, ‘জায়েদের গুণ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে পারে এই ধরনের কোন মন মানসিকতা জায়েদের মধ্যে আমি দেখিনি। তারপরে বলবো ও অনেক ভালো ছেলে। কেন বারবার আমাকে জায়েদ বিরক্ত করে, সে আমাকে উত্ত্যক্ত করছে কেন আসছে জানি না। এটা আসা ঠিক না। এটা আমাদের একদম পারিবারিক একটা সমস্যা। সে সমস্যা পারিবারিক সমস্যা। সে সময়া আমাদের পারিবারিকভাবে সলভ হওয়া দরকার। এখানে জায়েদের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। ’

তিনি বলেন,  ‘আমাকে এই ছোট করার মধ্যে আমাকে যাকের আমরা অনেক শ্রদ্ধা করে আসছি আমাদের ওমর সানী ভাই। তিনি এখন কেন এতো আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা আমার সঙ্গেই সল্ভ করবে। আপনারা সাংবাদিক ভাইয়েরা একটা কথা না পেলেই খুব সহজভাবে লিখে দেন। এটা আসলে কাম্য না। , একটু আলোচনা করা উচিত ছিল। যেহেতু আমার প্রসঙ্গে এসেছে। আমার সঙ্গে কথা বললেই হয়তো লিখতেনই না। তিনি একতরফা বলেছেন, কিন্তু আমি অভিযোগ করলাম কি না, সেটা জানা জরুরি। আমার নামটা যেন এখানে প্রয়োজনে অপ্রয়োজনে না আসে। ’

মৌসুমী স্পষ্ট করে বলেন, ‘ আমি সরাসরি বলি জায়েদ আমাকে কোনোপ্রকারে বিরক্ত, কটূক্তি বা কোনো ধরনের খারাপ আচরণ করেনি। এখানে আমার প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক। আমি চাই না এখানে আমার কথা আসুক।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন