English

29 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫
- Advertisement -

ছেলেরা যদি আমার ভাইয়ের মতো হতো: রুনা খান

- Advertisements -

পরিবারের প্রতি বোনের ত্যাগের গল্প শোনা যায় হরহামেশাই, কিন্তু সেই ত্যাগের মূল্যায়ন ঠিক কতজন ভাই দিতে পারেন? অভিনেত্রী রুনা খানের ভাই তুহিন খান সেই ব্যতিক্রমের উদাহরণ তৈরি করেছেন। সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। তুলে ধরেছেন, কীভাবে তিনি একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

এক ফেসবুক পোস্টে রুনা খান জানান, বাবা চাকরি থেকে অবসরে যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন এই অভিনেত্রী। টিউশন, কোচিং এমনকি অভিনয় করে উপার্জিত অর্থ দিয়ে চালিয়েছেন নিজের ও ছোট ভাইয়ের পড়াশোনা, ভাইয়ের ভবিষ্যৎ গড়া ও মায়ের দেখভাল করেছেন। অবশেষে সেই ভাই প্রতিষ্ঠিত হয়েছেন, চাকরি পেয়েছেন, সংসারও পেতেছেন।

বাবার রেখে যাওয়া ২৫ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত সমাজে যা হয়, তার ঠিক বিপরীতটা করেছেন ভাই তুহিন। প্রচলিত উত্তরাধিকার আইনে যেখানে বোনকে কম অংশ দেওয়া হয়, সেখানে তিনি নিজের সম্পদের অর্ধেক ভাগ তুলে দিয়েছেন বোনের হাতে। কারণ হিসেবে বলেছেন, “আমার বোনই তো এই সম্পত্তি ধরে রেখেছে, তা না হলে আমরা অনেক আগেই এটা বিক্রি করতে বাধ্য হতাম!”

রুনা তার পোস্টে উল্লেখ করেন, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কখনো কারো কাছে সাহায্য চাননি, ধার নেননি, শুধু নিজের পরিশ্রমেই সংসার চালিয়েছেন। কিন্তু সম্পত্তি বণ্টনের সময় যখন সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি ছোট অংশ পাওয়ার কথা, তখন তার ভাই সিদ্ধান্ত নেন অন্যরকমভাবে। ভাই বলেন, ‘রুনার আমার থেকে ১০ গুণ বেশি আছে, তাই অর্ধেক দিলাম, নইলে পুরোটাই দিতাম।’

রুনা খান তার পোস্টে আরও বলেন, এই দেশের বহু মেয়ে পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে। কিন্তু আমার ভাই যা করেছে, তা এই সমাজে খুব কম দেখা যায়। এ দেশের ছেলেরা যদি আমার ভাইয়ের মতো হতো, তাহলে বোনদের সম্পত্তির জন্য লড়তে হতো না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন