English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ছেলেকে নিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শাবনূর

- Advertisements -

নাসিম রুমি: দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। নব্বই দশকের এক সোনালি সময়ে রুপালি পর্দায় পা রাখেন তিনি। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে তিন দশকেরও বেশি সময়। বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন শাবনূর।

আজ রবিবার সিডনির ক্রিকেট মাঠ থেকে হাস্যোজ্জ্বল লুকে ধরা দিলেন চিত্রনায়িকা শাবনূর ও তার একমাত্র ছেলে আইজান। আইজান ক্রিকেট খেলা দেখতে খুব পছন্দ করে তাই শাবনূর ছেলেকে নিয়ে খেলা দেখতে স্টেডিয়ামে চলে গেছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে এই ফেসবুক লাইভ করেছেন তিনি। ক্যাপশনে জানিয়েছেন, সিডনি সিক্সারস বনাম থান্ডারস দলের খেলা ছেলে আইজান নেহানকে নিয়ে উপভোগ করেছেন শাবনূর।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছেলেকে নিয়ে খেলা উপভোগ করতে গিয়ে উচ্ছ্বাস দেখা গেছে শাবনূরের মধ্যে। জানালেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট খেলা উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে। আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি খেলা দেখতে। খেলা দেখতে এসে আমরা খুব মজাও করছি।’

দেশের সিনেমার দাপুটে অভিনয়শিল্পী শাবনূর দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও সিনেমাপ্রেমীদের তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা শাবনূরের ইচ্ছা, তার ছেলে ক্রিকেটার হোক। ক্রিকেটের প্রতি ছেলের আগ্রহ দেখে মা শাবনূর এমন স্বপ্নের কথা জানান।

শাবনূর বললেন, ‘আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যেকোনো দেশের খেলা টেলিভিশনে চললে ওকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই, ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে উঠুক। এটাই আমার স্বপ্ন। তাই তো যখন সময়–সুযোগ পাই, ছেলেকে নিয়ে ক্রিকেট মাঠে চলে আসি। মা-ছেলে মিলে মাঠের ক্রিকেট বেশ উপভোগ করি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন