ব্যায়ামাগারে প্রশিক্ষণরত ছবি শেয়ার করে ট্রলের শিকার হলেন বলিউড সুপারস্টার সালমান খান। গতকাল মঙ্গলবার জিমে তার প্রশিক্ষণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ছবিতে এই অভিনেতাকে জিমে কসরতরত অবস্থায় দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গেছে। তার সেই ছবির শিরোনামে তিনি লিখেছেন, ‘শক্তিশালী হচ্ছি!’
ছবিটি ইতিমধ্যে সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার করামাত্র শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন। তবে সেই সাথে নেটিজেনদের একাশং ট্রল করেছে ছবিটি নিয়ে।
একজন লিখেছেন, ‘আরে বুড়ো, এবার অবসরে যাও!’
অন্য একজন লিখেছেন, ‘কাউকে বিয়ে করে নাও, বৃদ্ধ হয়ে গেছো। ’
অপর একজন লিখেছেন, ‘ছবি এডিট করে সিক্স প্যাক দিতে ভুলে গেছো। সিনেমায় তোমার ভাই এডিট করে দেয়, সোশ্যাল মিডিয়ায় কে দেবে?’
প্রসঙ্গত, বলিউডে সালমান খান তার ফিটনেসের প্রতি অনুরাগের জন্য বিশেষভাবে পরিচিত। দীর্ঘ সময় ধরেই নিজের ফিটনেস ধরে রেখেছেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। প্রায়ই তার প্রশিক্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
সামনে মনীশ শর্মা পরিচালিত এবং ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’-সহ বেশ কয়েকটি বিগ বাজেটের মুভি মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউডের এই শক্তিশালী অভিনেতার।