English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
- Advertisement -

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান

- Advertisements -

নাসিম রুমি: কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিপফেক প্রযুক্তি তারকাদের কাছে ক্রমশ এক অভিশাপের নাম হয়ে উঠছে। কেননা এই প্রযুক্তির অপব্যবহার করে সেলিব্রিটিদের ভুয়া পর্নো বা আপত্তিকর ভিডিও তৈরি করা হচ্ছে। কখনো কখনো অবৈধ ব্যবসার কাছে তারকাদের এসব ভিডিও ব্যবহার করা হচ্ছে।

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্ক্যাম এলার্টের এই ভিডিওতে দেখা যায়, সোফায় বসে আছেন বিদ্যা বালান। এরপর তিনি বলতে শুরু করেন, “আমি আপনাদের প্রিয় বিদ্যা বালান…।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি বিদ্যা বালানেরও নজরে পড়েছে। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এ অভিনেত্রী জানান, ভিডিওটি কৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

নিজের অবস্থান পরিষ্কার করে বিদ্যা বালান বলেন, “সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে আমার ছবি দেখা যাচ্ছে। যা হোক, আমি সবাইকে পরিষ্কারভাবে জানাতে চাই, এসব ভিডিও কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা। এসব ভিডিও তৈরি বা প্রচারের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি কোনোভাবেই এই বিষয়কে সমর্থন করি না।”

সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদ্যা বালান বলেন, “ভিডিওগুলোতে যেসব বক্তব্য আমার নামে প্রচার করা হচ্ছে, তা করা উচিত নয়। কারণ এটি আমার মতামত বা কাজের প্রতিফলন নয়। কৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার করার আগে, সেই তথ্য যাচাই করা উচিত।”

১৯৯৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘হাম পাঁচ’ টিভি সিরিজে অভিনয় করেন বিদ্যা বালান। ২০০৩ সালে ভারতীয় বাংলা সিনেমা ‘ভালো থেকো’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে সাইফ আলী খান, সঞ্জয় দত্তর সঙ্গে পর্দা ভাগ করে নেন বিদ্যা। ২০১১ সালে ‘ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই দাপুটে অভিনেত্রী।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। আনিস বাজমি পরিচালিত এ সিনেমা গত বছরের ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে আরো অভিনয় করেন— মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন