এ কে আজাদ: চিত্রসম্পাদক দেবনাথ মজুমদার এর নবম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৬ সালের ১২ জানুয়ারি, মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রয়াত এই গুণি চিত্রসম্পাদকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
দেবনাথ মজুমদার ১৯৪৫ সালের ১০ অক্টোবর, কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। সহকারী চিত্রসম্পাদক হিসেবে চলচ্চিত্রে আসেন ১৯৬৩ সালে। দেবনাথ মজুমদার, স্বনামখ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা সুজাতা (তন্দ্রা মজুমদার)’র বড় ভাই। তাঁর একক সম্পাদিত প্রথম চলচ্চিত্র, ই আর খান পরিচালিত ‘রুপবানের রুপকথা’ মুক্তিপায় ১৯৬৮ সালে।
দেবনাথ মজুমদার সম্পাদিত উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রগুলো হলো- আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী, পদ্মা নদীর মাঝি, সন্তান, রং বদলায়, স্মৃতিটুকু থাক, দুটি মন দুটি আশা, পলাশের রঙ, শনিবারের চিঠি, নকল মানুষ, বাদশা, আশার আলো, প্রতিনিধি, রাতের কলি, টাকার খেলা, বদলা, দিলদার আলী, খোকন সোনা, চিৎকার, নতুন বউ, নেমক হারাম, বেপরোয়া, দেবর ভাবী, প্রেম প্রতিজ্ঞা, চালবাজ, তুমি আমার ভালোবাসা প্রভৃতি।