নাসিম রুমি: দুবাইয়ের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপ কি আদালাত’ নামের একটি টিভি শোতে হাজির হয়ে সালমান বলেন, ‘নিরাপত্তাহীনতার চেয়ে নিরাপদে থাকা ভালো। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। যেহেতু আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, সে কারণেই নিরাপত্তা। এখন আমাকে যা বলা হচ্ছে আমি তাই করছি।’
দুবাইয়ে নিজের নিরাপত্তা এবং অভিজ্ঞতা সম্পর্কে বলিউড ভাইজান বলেন, ‘আমি সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে সর্বত্র যাচ্ছি। এখানে (দুবাই) সম্পূর্ণ নিরাপদ।’
প্রাণনাশের হুমকির বিষয়ে সালমান খান বলেন, ‘ভারতে কিছু সমস্যা আছে। আমি জানি যা ঘটার তাই ঘটবে…। আমি বিশ্বাস করি (উপরের দিকে ইঙ্গিত করে) তিনি (সৃষ্টিকর্তা) সেখানে আছেন।’
ভাইজান বলেন, ‘এখন আমার চারপাশে অনেকেই আছে। আমার সাথে এত বন্দুক ঘুরছে যে আমি আজকাল ভয়ই পাচ্ছি।’
দুবাইয়ের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপ কি আদালাত’ নামের একটি টিভি শোতে হাজির হয়ে সালমান বলেন, ‘নিরাপত্তাহীনতার চেয়ে নিরাপদে থাকা ভালো। এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। যেহেতু আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, সে কারণেই নিরাপত্তা। এখন আমাকে যা বলা হচ্ছে আমি তাই করছি।’
মহান আল্লাহ
সালমান খানকে সকল বিপদ হতে রক্ষা করবেন ইনশাআল্লাহ।