দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিম সো-মিকে বাড়িতে অচেতন অবস্থায় দেখতে পান তার ছেলে। পরে ভোর চারটার দিকে দক্ষিণ সিউলের সিউল সেন্ট মেরি’স হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিনেত্রীকে। এ অবস্থায় মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কিম সু-মি ৫০ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র এবং টিভি শিল্পে জনপ্রিয়তা ধরে রেখেছেন।
এই বছরের মে মাসে কিম হাসপাতালে ভর্তি হন এবং সাময়িকভাবে তার অভিনয় কার্যক্রম বন্ধ করে দেন। তিনি সেই সময় ‘মাই মাদার’ অভিনয় করছিলেন।
কোরিয়ার ইতিহাসে দীর্ঘদিন ধরে চলা প্রায় বিশ বছরের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘কান্ট্রি ডায়েরিজ’ (১৯৮০-২০০২)-এ একজন একক গ্রাম্য মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কিম সু-মি। ত্রিশ বছর বয়সী নারী হয়েও ‘কান্ট্রি ডায়েরিজ’ সিরিজে একজন বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করিছলেন তিনি।
আইকনিক ভূমিকা এবং সেরা পারফরম্যান্সের জন্য ১৯৮৬ সালে এমবিসি ড্রামা অ্যাওয়ার্ড গ্র্যান্ড প্রাইজ অর্জন করেন।
কিম সু-মিকে সর্বশেষ ২০২৩ সালে কমেডি ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ম্যারিং দ্য মাফিয়া: রিটার্নস’ সিনেমায় দেখা গেছে। এতে একটি গ্যাং পরিবারের প্রধানের চরিত্রে অভিনয় করেছেন তিনি।