English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

চলমান কয়েকটি ইস্যুর কারণে অশান্ত বাপ্পীর মন

- Advertisements -

রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় অসহিষ্ণুতার খবর পাওয়া যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা হলেও সাংস্কৃতিক কর্মীরা এগুলোকে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দেখছেন। রাস্তায় নেমে জানাচ্ছেন প্রতিবাদও।

সেই প্রতিবাদে যেন সামিল হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সাম্প্রতিক ইস্যুগুলোর কারণে তার মন অশান্ত বলেও জানিয়েছেন এক ফেসবুক পোস্টে।

ঢাকাই ছবির এই চিত্রনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘ধর্মীয় কোনো ইস্যুতে আগ বাড়িয়ে নাক গলানো আমার কখনো ভালো লাগে না। তবে অশান্ত এই মনটাকে শান্ত করতে কিছু কথা না বলে পারছি না। ধর্ম ব্যক্তিগত ব্যাপার। জন্মসূত্রে পাওয়া নিজের ধর্মের প্রতি বিশ্বাস যেমন ব্যক্তিগত ব্যাপার, পৃথিবীর প্রতিটি মানুষের ধর্মও ঠিক তেমনি তার তার ব্যক্তিগত ব্যাপার।’

চলমান ঘটনাগুলোর কথা উল্লেখ করে বাপ্পী লেখেন বলেন, ‘বর্তমান সময়ে চলমান বেশ কয়েকটি ইস্যু বারবার আমার মনকে অশান্ত করে তুলছে। টিপকাণ্ড, বিজ্ঞান স্যারের কারাবাস, হিজাব পরায় শিক্ষিকা দ্বারা ছাত্রীদের নির্যাতন: এ সবের শেষ কোথায়? কিংবা শুরুটাই বা কীভাবে?

ধর্মের সুন্দর দিক ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ইসলাম মানেই শান্তি, সনাতন ধর্ম কখনো ঘৃণা শেখায়নি, বৌদ্ধ ধর্মেতো জীব হত্যাই মহাপাপ, আর যিশু নিজের জীবন বিলিয়ে দিয়েছেন শান্তি বাস্তবায়নে। তাহলে আমরা কেনো শান্ত থাকতে পারছি না? আমরা কেনো নিজের ধর্মের বার্তা শুনতে পাচ্ছি না? আমরা কেনো এতো আক্রোশ নিয়ে বসে আছি।’

বাবা-মায়েদের প্রতি অনুরোধ জানিয়ে এই চিত্রনায়ক লেখেন, ‘বাবা-মায়েদের কাছে অনুরোধ, সন্তানকে নিজেদের ধর্ম শেখানোর পাশাপাশি, অন্যের ধর্মের প্রতি সহনশীল হতে শেখান। ছোটবেলা থেকেই যদি ভালোবাসার বার্তা পৌঁছে দেন, তবে ভবিষ্যৎ হবে সুন্দর। বাংলাদেশকে ধর্মের মাপকাঠিতে ভিন্ন হতে দেখতে চাই না। বাংলাদেশতো ভালোবাসার দেশ। মানুষগুলোর মন হোক ভালোবাসায় পরিপূর্ণ।’

বাপ্পী অভিনীত মুক্তি প্রাপ্ত সর্বশেষ ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ‘কুস্তিগিরি’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জাহারা মিতু।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন