English

28.4 C
Dhaka
শনিবার, মার্চ ১, ২০২৫
- Advertisement -

চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও অভিনেতা সিদ্দিক জামাল নান্টুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

একে আজাদ: সিদ্দিক জামাল নান্টু। চলচ্চিত্র প্রযোজক-পরিচালক-প্রদর্শক ও অভিনেতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র অন্যতম অভিনেতা। যে ১১ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে ‘ওরা ১১ জন’ ছবির কাহিনী আবর্তিত হয়েছে, তাদের অন্যতম একটি চরিত্রে (শহীদ মুক্তিযোদ্ধার চরিত্রে) অভিনয় করেছেন সিদ্দিক জামাল নান্টু। পরবর্তিতে চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও প্রদর্শক হিসেবে আবির্ভূত হন তিনি।

তাঁর প্রযোজনা ও পরিচালনায় যে সব চলচ্চিত্র নির্মিত হয়েছে, তারমধ্যে প্রায় সবই ছিল ব্যবসাসফল। তিনি মূলত বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নির্মাতা ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও অভিনেতা সিদ্দিক জামাল নান্টু’র ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৮ সালের ১ মার্চ, ৫৬ বছর বয়সে, ঢাকায় মৃত্যুবরণ করেন। অগ্নিঝরা মার্চের প্রথম দিবস-এ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক জামাল নান্টু’র স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

সিদ্দিক জামাল নান্টু (অভিনেতা হিসেবে তাঁর নাম- নান্টু রাজ) ১৯৫২ সালের ১ জানুয়ারি, সরিষাবাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গায়। বাবা বাহাদুর আলী সরকার ছিলেন স্কুল শিক্ষক, আর মা শাহিদা খাতুন। ১৩ ভাই-বোন এর মধ্যে নান্টু ছিলেন ষষ্ঠ। চুয়াডাঙ্গার মেহেরপুর কলেজ থেকে তিনি বি.এ পাস করেন।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন।

বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এ অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ ছবিটি মুক্তি পায় ১৯৭২ সালে। এরপরে তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি হয়েছেন, চলচ্চিত্র প্রযোজক-প্রদর্শক ও পরিচালক।
চুয়াডাঙ্গা শহরে তাঁর “নান্টুরাজ” নামে সিনেমা হল ছিল।
সিদ্দিক জামাল নান্টু অভিনীত ছবিসমূহের মধ্যে রয়েছে- ওরা ১১ জন, সংগ্রাম, সূর্যগ্রহণ, কুয়াশা, অনুভব, ফান্দে পড়িয়া বগা, সারেন্ডার, ঝড় তুফান, বিক্ষোভ, বিদায়, কালাখুন, উত্তরের খেপ, মন মানে না, আম্মাজান, জিদ্দী, রংবাজ বাদশা, ছোট বোন, প্রেমের দাবী, গোলাগুলি, ভাংচুর, চিটার নাম্বার ওয়ান, রাজার ভাই বাদশা, ভালবাসার ঘর, ইজ্জতের লড়াই, রক্ত নিশান, ভালবাসার যুদ্ধ, গোলামী, নীল সাগরের তীরে, প্রভৃতি।

তাঁর প্রযোজিত ও পরিচালিত ছবিসমূহের মধ্যে- সারেন্ডার, বিদায়, গোলাগুলি, ভাংচুর, চিটার নাম্বার ওয়ান, রাজার ভাই বাদশা, ইজ্জতের লড়াই, রক্ত নিশান, ভালবাসার যুদ্ধ, অন্যতম।

ব্যক্তিজীবনে সিদ্দিক জামাল নান্টু ১৯৭৭ সালে, মাহমুদা হক নান্নির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন ছেলে-মেয়ে রয়েছে । বড় মেয়ে ডাঃ রেজওয়ানা সিদ্দিক, মেজ ছেলে তানভীর সিদ্দিক নিউইয়র্ক-এ একটি ব্যাংকে চাকুরী করেন, আর ছোট ছেলে সিফাত সানভী সিদ্দিক, রবি টেলিকম-এ চাকুরীরত আছেন।

বীর মুক্তিযোদ্ধা-অভিনেতা-চলচ্চিত্র পরিচালক সিদ্দিক জামাল নান্টু ছিলেন, সদালাপি হাসি-খুশি, খোশ-গল্প ও আড্ডাপ্রিয় একজন ভালো মনের মানুষ। যে কোন রসাত্বক সব গল্প বলায় তিনি ছিলেন পটু। আড্ডার সব বিষয়ের হাজারো গল্প তাঁর ঝুড়িতে সবসময় মজুত থাকত এবং এসব গল্প বলে সবাইকে মাতিয়ে রাখতেন। চলচ্চিত্রের আড্ডাপ্রিয় মানুষেরা তাঁর সাথে আড্ডা জমাতে খুবই ভালোবাসতেন। ভালোবাসতেন সিদ্দিক জামাল নান্টুকে।
চলচ্চিত্রের এই প্রানবন্ত মানুষটির প্রতি ভালোবাসা থাকবে চিরদিন- অমলিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন