প্রিয়াঙ্কা জামান। নাটক ও সিনেমা দুই জায়গাতেই সমান তালে কাজ করছেন । খুব শিগগিরই বেশ কয়েকটি সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন বলে জানালেন তিনি। প্রিয়াঙ্কা জামান বলেন, নতুন বছরতো শুরু হয়ে গেল । আমিও চমক নিয়ে হাজির হতে যাচ্ছি এবার।
মনতাজুর রহমান আকবর ভাইয়ের ‘যেমন জামাই তেমন বউ’, মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’ , অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং আব্দুল মান্নান পরিচালিত ‘কি করে বলবো প্রিয়তমা’ ছবির কাজ এরইমধ্যে শেষ করেছি। খুব শিগগিরই এ সিনেমাগুলো মুক্তি পাবে। এছাড়া সামনে আরও দুটি সিনেমার কাজ শুরু করব।
এছাড়া ছোটপর্দার জন্যও কাজ করছি।
মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বর্তমানে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘জয় পরাজয়’ -এ কাজ করছেন। আরিফুর রহমান নিয়াজ পরিচালিত এ নাটকে এখানে ডাক্তারের চরিত্রে তিনি অভিনয় করছেন। এছাড়া বেশ কয়েকটি বেসরকারী টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। আসছে ১৪ই জানুয়ারি প্রিয়াঙ্কা জামানের জন্মদিন । এই দিনে মার সাথে বাসাতেই জন্মদিন উদযাপনের পরিকল্পনা রয়েছে বলে জাানালেন তিনি।