English

20 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
- Advertisement -

গ্র্যামিতে ২৬ বছরের রেকর্ড গড়ে যাদের প্রতি কৃতজ্ঞ বিয়ন্সে

- Advertisements -

এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে একসঙ্গে চার পুরস্কার জিতে ডেকরেটেড শিল্পী হিসেবে উঠে এলেন গায়িকা বিয়ন্সে। ভেঙে ফেললেন গত ২৬ বছরের রেকর্ড। এর আগে সর্বোচ্চ গ্র্যামি পুরস্কার জয়ের রেকর্ডে ছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কন্ডাকটর জর্জ সল্টি। তার দখলে রয়েছে ৩১টি গ্র্যামি পুরস্কার।

বিয়ন্সে মোট ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করলেন। সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটিও এবার বাগিয়ে নিলেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন গায়িকা। তাই সবার চোখ ছিল বিয়ন্সের দিকেই। তবে মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে গেলেন গায়িকা কেনড্রিক লামার। এতে অবশ্য বিয়ন্সের রেকর্ড আটকায়নি।

গতকাল রাতে (গ্রিনিচ সময় অনুযায়ী বাংলাদেশ আজ সকালে) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে বিয়ন্সে চারটি পুরস্কার জিতে উচ্ছ্বসিত। আর এ পুরস্কার পেয়ে গায়িকা বলেছেন— আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমি এই রাতে এটি কেবল পাওয়ার চেষ্টা করেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে সুরক্ষিত রাখার জন্য।

বিয়ন্সে চারটি বিষয়ে পুরস্কার পান। এক রাতে চারটি পুরস্কার পাওয়ার পর তিনি মোট ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ডের অধিকারিণী হলেন। এরই মধ্যে তিনি পুরনো রেকর্ড ভেঙে ফেলছেন। কোন কোন খেতাব পেলেন বিয়ন্সে?

ব্রেক মাই সোল গানটির জন্য সেরা ড্যান্স এবং ইলেকট্রনিক রেকর্ডিং পুরস্কার পান, সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পুরস্কার পান প্লাস্টিক অব দ্য সোফা এবং সেরা আর অ্যান্ড বি গানের পুরস্কার পান কাফ ইটের জন্য। তার এই জয়ের জন্য সঞ্চালক ট্রেভর নোয়া তাকে দ্য জিওএটির অ্যাখ্যা দেন।

এ পুরস্কার পাওয়ার পর বিয়ন্সে বলেন, আমি আমার কাকু ও জনিকে ধন্যবাদ জানাই, তিনি হয়তো সশরীরে আজ এখানে নেই, কিন্তু আমি জানি তার আত্মা এখানেই আছে। আমি আমার মা-বাবাকেও ধন্যবাদ জানাই— আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর আমার স্বামী-সন্তানদের অনেক ধন্যবাদ, যারা বাড়ি বসেই এ অনুষ্ঠান দেখছেন।

এর আগে গত বছর আলোচনায় ছিলেন তরুণ গায়িকা চ্যাপেল রোন। ২৬ বছর বয়সি এ গায়িকা এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন। গ্র্যামিতে ছয় বিভাগে মনোনয়ন পেয়ে চমকে দিয়েছেন তিনি। এ ছাড়া জায়গা পেয়েছেন বিবিসির করা ‘সাউন্ড অব ২০২৫’-এর তালিকায়। গ্র্যামিতেও সেরা নবীন শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। সাবরিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন রোন।

চ্যাপেলের মতো আরেক আলোচিত তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। গত বছর তরুণেরা বুঁদ ছিলেন তার ‘এক্সপ্রেসো’ গানে। এ গানের জন্য গ্র্যামিতে বেস্ট পপ সোলো পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন সাবরিনা। এটি ছাড়াও ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের জন্য বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কারও উঠেছে সাবরিনার হাতে।

আলোচিত সিঙ্গেল ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স।

এবার আসা যাক গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরির পুরস্কারে। অনেকে ধরেই নিয়েছিলেন সং অব দি ইয়ার, অ্যালবাম অব দি ইয়ার, রেকর্ড অব দি ইয়ার বিভাগগুলোতে বিয়ন্সে, টেলর সুইফট অথবা চার্লি এক্সসিএক্স বাজিমাত করবেন, কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কেনড্রিক লামার।

তরুণ এই র্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন রেকর্ড অব দি ইয়ার পুরস্কার, একই গানের জন্য সং অব দি ইয়ার পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার।

গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেসব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১টি মনোনয়ন বাগিয়েছিলেন বিয়ন্সে।

এ অ্যালবামটির জন্যই অ্যালবাম অব দি ইয়ার পুরস্কার জিতেছেন গায়িকা। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনই অ্যালবাম অব দি ইয়ার পুরস্কার পাননি তিনি। তাই এবারের গ্র্যামি তার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকছে। এ ছাড়া সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার জিতেছেন বিয়ন্সে; এই প্রথম এ বিভাগের পুরস্কার উঠল কোনো কৃষ্ণাঙ্গ গায়িকার হাতে।

উল্লেখ্য, গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে দাবানলের আঁচ কমেছে, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হলো অনুষ্ঠান। তবে গ্র্যামিতে ছিল দাবানলের আঁচ। এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে গ্র্যামিতে ছিল ‘আ লাভ এল.এ’ শিরোনামের পারফরম্যান্স। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। এ ছাড়া গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন